বাণী চিরন্তনী     ✍-উজ্জ্বল সরদার আর্য

বাণী চিরন্তনী
    ✍-উজ্জ্বল সরদার আর্য

ভদ্রতা  আচরণে,
সৌন্দর্য শিক্ষায়,
ভালোবাসা সমর্পণে,
চরিত্রনাশ পরনিন্দায়।

রূপ কল্পনা,
আত্মা শক্তি,
শরীর নশ্বর,
প্রেমে তৃপ্তি।

অহংকারে পতন,
লালসায় পাপ,
ভক্তিতে মুক্তি,
নতজানুতে মাপ।
কুপুত্রে বংশনাশ,
কর্মে পরিচয়,
মূর্খের অশেষ দোষ
সদা ধর্মের জয়।

সত্য সুন্দর,
সত্য’ই ঈশ্বর,
জন্ম-মৃত্যু সত্য,
মায়া-মোহ সংসার।

প্রকৃতি পবিত্র,
পবিত্রতায় নারী,
কেউ করে ছন্দপতন
কেউ হয় তার পূজারী।

সৃষ্টিতে সুখ,
শ্রমে সফলতা,
উপলব্ধিতে জীবন,
শিক্ষা দেয় ব্যর্থতা।

বিলাসিতা নম্রতা নয়
সততা মহৎ গুণ
সংস্কারে চরিত্র নির্মাণ
দুশ্চরিত্রের মনে আগুন।

রচনাকাল -২৩ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ,
৭ জুন ২০২২ খ্রিস্টাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *