ফিরিয়ে দাও ✒️ কলমে:মহুয়া ঘোষ
ফিরিয়ে দাও
কলমে:মহুয়া ঘোষ
কিছু টান গুচ্ছের নীরবতায় ক্লান্তিতে লেপ টানে,
পিছু টান গুলি পারস্পরিক বোঝাপড়ায় মহামানবীর ভূমিকায়,,,
কিছু অভিলাষা নিছকই অর্থহীন,,
অনর্থের আশঙ্কা প্রতিটি ঢেউ এর ঘূর্ণিতে,,,
নৈরাজ্যের নির্বিকার জীব****
তুমি পারোনা স্মৃতির প্রাচীন দেওয়ালে
রং দিয়ে লিখে দিতে প্রাচীন প্রেম কাহিনী?
তুমি পারোনা বিগত দশকের
বিগলিত হৃদপিন্ড হাতে তুলে দিতে?
হাল ছেড়ো না যেনো,,
আজও পথ চেয়ে বসে আছে গোপিনী
আজও বারবার ডুবে মরে যমুনার প্রেম জলে,,
মানববন্ধনে নিবিড় করে জড়াও
মিটে যাক অতৃপ্ত আত্মার এক সাগর চাওয়া।