#জীবনের ধারাপাত# কলমে-মধুমিতা বক্‌সী

#জীবনের ধারাপাত#
কলমে-মধুমিতা বক্‌সী

পনেরো শব্দের দশটি গল্প।
কতটা হলো জানিনা দোষত্রুটি মার্জনীয়

১/ ঘোমটার ভিতর দিয়ে বৌদি নির্নিমেষ চোখে বাবানের দিকে চেয়ে,বাবানের মনে এলো রুম নম্বর ৩৩৮

২/বাইরে রাত কাটানো মেয়েটি ঘরে ফিরে ই পঙ্গু স্বামীর বিছানা পরিষ্কার করে প্রতিদিন পরম যত্নে।

৩/নার্সের পোশাকেই শাশুড়ির তদারকিতে ব্যস্ত বৌমা,,ডাক্তার ছেলের মা অনুশোচনাগ্ৰস্ত বৌ কে মেয়ে ভাবেন নি।

৪/স্বেচ্ছায় পাহাড়ি অনাথ‌আশ্রমের চাকরি নিয়ে
আসা ডরোথির দুচোখ খোঁজে দশ বছর আগের এক সদ্যজাত র মুখ।

৫/ অনাথ মেয়েটি আশ্রয়দাতা পিসেমশায়ের হাত থেকে মাসের অসুখের দোহাই দিয়ে নিজের সম্ভ্রম বাঁচালো , কিন্তু কতোদিন?

৬/ছেলের বলিষ্ঠ হাত ধরে বৃদ্ধ বাবা দীর্ঘদিন পর বাড়ির বাইরে এলেন ,আউটিং এর নামে বৃদ্ধাশ্রম।

৭/বাগদি মেয়ে মন্দিরে পা দিলে পুরোহিতের চরম তিরষ্কারের শিকার হয়,রাত্রে আবার তাকেই সোহাগে ভাসান।

৮/আঁতুড়ঘরে কান্না র আওয়াজে ছুটে যাওয়া বাবা ফিরে এসে দোটানায় , বহিষ্কার করবেন সন্তান কে মাকে?

৯/ স্মৃতি হারানো বড়মাকে নিজের কাছে এনে তৃপ্ত অনামিকা , আর তাকে সতীনের মেয়ে কেউ বলবে না।

১০/ বাল্যবিধবা শুচিবাইগ্ৰস্ত সিধুবামনীর আচরনে সারা পাড়া অতিষ্ঠ আতঙ্কিত ,সেই তাঁর কোলে ডাস্টবিন থেকে পাওয়া সদ্যজাত।

2 thoughts on “#জীবনের ধারাপাত# কলমে-মধুমিতা বক্‌সী

  1. অপূর্ব দি, পনেরো শব্দতেই পুরো আখ্যান বলা হয়ে গেছে

  2. অপূর্ব দি, পনেরো শব্দতেই পুরো আখ্যান বলা হয়ে গেছে । সৃজনে থেকো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *