গীতশ্রী সিনহা। সম্পাদকীয় কলমে।
সম্পাদকীয়
‘ সকলেই কবি নয়, কেউ কেউ কবি ‘… ( কবি জীবনানন্দ দাশ )
কবি জীবনানন্দ দাশ তাঁর কবিতার কথা নামক
গ্রন্থের বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে একজন প্রকৃত কবির বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আমরা সকলে পড়ে অবশ্যই অবগত হয়েছি।
কবি হলেন সেই ব্যক্তি বা সেই সাহিত্য সত্তা যিনি কবিত্ব শক্তির অধিকারী এবং সেই শক্তিবলে যিনি কাব্য রচনা করেন।
প্রতিনিয়ত জীবনের সাথে জড়িয়ে থাকা বিষয়াদির বিবরণ হচ্ছে সাহিত্য। বার বার নিজেকে খুঁজে পাওয়ার তৃপ্তি শব্দ ভাষা আবেগের টান ব্যক্তিকে সাহিত্য অনুরাগী করে তোলে।
সাহিত্যের পথে চলতে গিয়ে আমরা পরিচিত হয়েছি ‘ স্বভাব কবি ‘ কথাটির সাথে।
যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ, প্রকৃতির কোলে মিশে থাকেন যিনি। স্ববাসিনী শব্দ থেকে স্বভাব কবি শব্দের উৎপত্তি।
একটু মজা করে বলি , কারও নাম যদি সম্রাট হয় ! তিনি একটু সাহিত্য চর্চা করতে শুধু করেছেন… খুব সুখের কথা ! হঠাৎ করে তিনি নিজের নামের সাথে জুড়ে দিলেন… সাহিত্য সম্রাট ! ব্যাস, জনপ্রিয়তা তুঙ্গে ।
বাংলা সাহিত্যে কবি সম্রাট বলতে আমরা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই ভাবতে পারি। তাঁর জন্য সমস্ত পৃথিবীর বুকে বাংলা ভাষা প্রতিধ্বনিত হয়ে চলেছে প্রতিমুহূর্তে।
ইচ্ছে রইল, আগামী সংখ্যায় এই নিয়ে আরও কিছু বলার। সাহিত্য বেঁচে থাকুক আমাদের সকলের অন্তরে – বাহিরে, মগ্নতা আসুক আলোকিত উজ্জীবিত সাহিত্যের পাতায়।
কৃতজ্ঞতা স্বীকার করি প্রতিটি সংখ্যায় যাদের পাশে পেয়ে চলেছি পাঠক ও কলমের সাহায্যে।
শুভকামনা ভালোবাসা রইল অপার।
গীতশ্রী সিনহা। সম্পাদকীয় কলমে।