🌹 অপেক্ষার এক যুগ ‌ (পর্ব-১১) (অবহেলিত প্রেম)

*******‌🌹 অপেক্ষার এক যুগ ‌🌹*******

(পর্ব-১১)

**********(অবহেলিত প্রেম)************

অপেক্ষার এক যুগ পরেও তার দৃষ্টিতে তুমি
রয়ে গেলে দৃষ্টান্ত হয়ে!
আকাশের দিকে তাকালে আজো সে তোমার ছায়া দেখে প্রিয়তমা;
প্রিয় হয়ে উঠেছে তার খণ্ডিত জীবনের কোন এক মুহুর্ত!
আজন্মের অপ্রিয় সিংহাসনে।
সময়ের এলোমেলো হিসেবে চামড়ায় ভাঁজ,
তবুও বয়সের হিসেব কোথায় যেন গেছে থেমে!!
সেই পথে আজো তার পঁচিশ বছরের যৌবন খুঁজে পাওয়া যায়……..
সেই যে পথে তোমার সাথে তার শেষ দেখা,
সেই যে পথে শেষ দৃষ্টিতে চিরন্তনী প্রিয়তমার জীবন্ত একটা মুহূর্তের ধীরে ধীরে ছবি হয়ে ওঠা,
ঠিক সেই পথে;
ঠিক সেই পথে ছেলেটির লোক হয়ে ওঠা……
স্থির দৃষ্টিতে তখনো তুমি চিরন্তনী।

ঠিক কি কারণে কেন এই অবহেলা সে বোঝে;
বেকারত্বের প্রাচীর ভেঙে প্রাসাদ নির্মাণের অক্ষমতা।
তুমি হৃদয়ের সিংহাসনে সহজেই উপবিষ্ট ছিলে,
কিন্তু বাস্তবিক সিংহাসন তোমার ছিল প্রিয়;
সে পারেনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে;
তাই এই অবহেলা!
অবহেলা শুধু কোন এক অচেনা পথিকের নয় প্রিয়তমা!
অবহেলিত ছিল যুগ যুগ ধরে চলে আসা…..
প্রেমিক হৃদয়ের,
যার কোন ধর্ম নেই,
শুধুই নিস্বার্থ ভালোবেসে নিজেকে নিঃস্ব করায় যার একমাত্র সার্থকতা।

তুমিও পরাজিত এ যুদ্ধে,পরাপ্ত সেই ছেলেটিও!
যার উদাসী চোখে আজ আর প্রেম নেই কোথাও!
শুধু প্রতারণা আছে লেগে,
কলঙ্কিত সে প্রত্যাশার সমাজে।
সংসারের খাঁচাতে বড্ডো বেমানান বলে
তার জায়গা বৃক্ষতলে।
ভালো থেকো প্রিয়তমা!
বলতেই তার চোখের কোণ ক্রমশ ভিজে যায়
ঝাপসা চারিপাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *