কবিতাঃ- কতদিন ✍️ মনোজ ভৌমিক
কবিতাঃ- কতদিন
✍️ মনোজ ভৌমিক
কতদিন আর তোমার ওই শিরদাঁড়া উঁচু করে রাখবে?
ততদিনই,যতদিন দেহের উপরে মাথাটা হালকা থাকবে।
হৃৎপিণ্ডের গতি যেদিন শ্লথ হয়ে আসবে
স্পাইনাল কর্ডের দৃঢ়তাও কম হয়ে যাবে
দেখো ধীরে ধীরে ওই উঁচু মাথাটাও ভারি হয়ে উঠবে,
আর ঐ মেরুদণ্ডটা ঠিক তখনি ঝুঁকতে থাকবে।
একদিন না একদিন এখানে সবাইকে ঝুঁকতে হবে,
এই চরম সত্যের বাস্তব উপলব্ধি বলো হবে কবে?
কেবলি অহংকারীরাই শিরদাঁড়া ঋজু রাখার মিথ্যে প্রয়াসে!
সনাতন ধর্ম প্রাণ মানুষদের মেরুদণ্ড থাকে অসীম বিশ্বাসে।
ব্যতিক্রমী বটবৃক্ষ আজও শিরদাঁড়া ঋজু করে প্রশান্তির হাসি হাসে!
কারণ,ও মা,মাটি ও মানুষকে আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে।
দ্বিপ্রহরের প্রখর সূর্যটা যতই না দীপ্ত হোক,
অপরাহ্ন গড়িয়ে এলেই ওর মনে জাগে শোক!
এক সময় ওরও ছিল ঋজু হয়ে থাকার ভীষণ ঝোঁক!
সত্যি কথা বলতে ওটা ছিল সময়ের ভ্রান্ত রোগ!!
সময়ই ভুলিয়ে দেয় পিছনের সমস্ত ইতিহাস,
আসল সত্যটা ঐ দু’গজ জমিতেই পরিহাস।