দহন ও ….. হিমাদ্রি সাহা

দহন ও …..
হিমাদ্রি সাহা
মৃত্যুদগ্ধ দহনের যেন কোনো মৃত্যু নেই
তাই এই যন্ত্রণা বড়ো অন্তর্মুখী।
যেখানেই চোখ রাখি দ্বন্দ্ব বড়ো আদিম
বড়ো প্রকাশ্য এই সাম্রাজ্যবাদী বর্বরতা।
দেশ চাইছে দেশের প্রশ্নহীন আনুগত্য
দল চাইছে নির্বিবাদী সুখী অচঞ্চল মানুষ
আমি চাইছি তোমার প্রশ্নহীন আনুগত্য।
সাম্রাজ্যবাদী দহনের যেন কোনো মৃত্যু নেই
তাই তো নিভছে না আগুন
এইটুকুই যা সোনালী রেখা।
আমরা পুড়ছি মরছি
ভেতরের আগুন পাখি বুকে নিয়ে
পৃথিবী পুড়ছে মরছে
আবার একবুক শ্বাস নেবে বলে।
লেখা হবে দহন পরবর্তী আখ্যান
পৃথিবী অপেক্ষায় সেই মুহূর্তের।