শিরোনাম–সৃষ্টি মন কলমে –সোমা কোলে
শিরোনাম–সৃষ্টি মন
কলমে –সোমা কোলে
মাঝে মাঝে ভাবনার ঘরে টান
যাপন করি পরবাস
উদ্দেশ্যহীন কোথায় হারায় মন
জড়ো করি সৃষ্টির নির্যাস।
মন জুড়ে মন খারাপি
খুঁজেই চলি মানে
খেই হারিয়ে যেতে গিয়েও
আবারও ফিরি জীবনে।
হয়তো খানিক পিছিয়ে পড়া
উল্টে ফিরি স্মৃতিতে
সেই তো আবার ফেরেই হুঁশ
আমার ভালোবাসার পৃথিবীতে।
ক্লান্তিহীন গতে বাঁধা জীবন
তবুও তো আমার চলা
অনেক তো মিছিল হলো
থাক কিছুটা সময় একলা।
সাদা ক্যানভাস জুড়ে কখনও
ধূসর আঁচড়ের আস্ফালন
সব অবাধ্যতা নত হবেই
বশ্যতা স্বীকার মন।
হয়তো এ সাময়িক,
আবারও সেই পুরোনো দিন
আমিও সৃষ্টি ঘরে বসত
আবাদ হবে জমিন।।