ইতিহাসের গায়ে কাদা লাগে না ♥ মতি গাজ্জালী

ইতিহাসের গায়ে কাদা লাগে না
♥ মতি গাজ্জালী
ভুয়া দলিল যতই করা হোক– টিকে না,
জোরদবস্তি সাময়িক, শ্রাবণ মেঘ চৈত্রে উধাও–
বাপ বদল হয় না– খতিয়ান বদলায় না,
কার জায়গায় কাকে বসাও– কেন মানুষ হাসাও।

এখন পাকা সেতু, একদিন ছিল বাঁশের পুল,
সেই বাঁশের পুল স্টেশন আর পাকা পুল নাম হয়নি,
শান্তিময় ঘোষ– মরেও শান্তিময় ঘোষ, চৌদ্দ পুরুষ ওই নামে ইতিহাস খোঁজে।

একদিন নদী হারায় যদি, নৌকা স্টিমার না থাকে যদি,
তবুও নৌকা আর স্টিমারের ইতিহাস থেকে যাবে,
পারবে না কেউ নদীমাতৃক এই দেশটির জলযানের ইতিহাস মুছে দিতে।

ইতিহাস চিরঞ্জীব। মানুষ মরণশীল।
মাঝি বংশের কেউ যদি চৌধুরী নামে পরিচয় নেয়, একদিন
সেই ইতিহাসও খোলস থেকে বের হয়– সাপুড়ের ঝাঁপির বের করা সাপের মত,
সেসব ক্ষত জন্মদাগের মত অমোছনীয়।

দম্ভ অহঙ্কার মানুষের মৃত্যুর সঙ্গে যায়– তারপরও
সমাজে, রাষ্ট্রের ইতিহাসে চাঁদের কলঙ্কের মত ক্ষত।
একটু নীরবে ভাবলেই বুঝবে– আমরা অনেকেই ছিলাম না মানুষের মত।
৯/৩/২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *