সম্পাদকীয় কলমে — গীতশ্রী সিনহা

সম্পাদকীয়

শব্দ নাকি জ্ঞান বাড়ায়, উদার করে, সহমতে রইলাম, ছোট্ট ছোট্ট অন্তর্নিহিত অক্ষর সাজিয়ে তোলে মনের অনেক ভাষা। এইভাবেই অজান্তে হাতের মুঠোয় জ্ঞানের কলসি ভরিয়ে তোলার একটাই পথ বই।
জানার বিষয় তো আছেই, বই কিন্তু এগিয়ে নিয়ে যেতে একাই একশো। বাঁচার রসদ যোগায় একমাত্র বই। মস্তিষ্কের ব্যায়াম বই পড়া। গবেষণা বলছে বই পড়লে মগজাস্ত্রে জটিল কোষগুলো উদ্দীপিত হয়। বই এর বিষয় অনুযায়ী ব্রেনের স্নায়ু গুলো আরও উজ্জীবিত হতে থাকে। মানসিক চাপ দূর করতে বই এর বিকল্প হয়তো নেই। স্মৃতিশক্তি ক্রমশ উন্নতি হয়।
চারিদিকে বই এর গন্ধে ভরপুর, শীতকালীন বইমেলা চলছে, প্রকাশনী সংস্থা, কবি – সাহিত্যিকের ভূমিকা এখন শিখরে, এ বড়ই সুখের সময়। হাতে তো থাকলোই বাঙালির বারোমাসের বইমেলার চত্বর কলেজ স্ট্রিট।
সদ্যোজাত বইগুলো হাতে তুলে তাদের প্রাণপ্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব।
সুতরাং, এসো বইয়ের পাতায় পাতায় ডুবে থাকি আমরা।
শুভকামনা শুভেচ্ছা রইল কবি সাহিত্যিক প্রকাশনী সংস্থার প্রতি।
সম্পাদকীয় কলমে — গীতশ্রী সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *