ফিরে পাওয়া আলো –বিবেকানন্দ মণ্ডল

ফিরে পাওয়া আলো

–বিবেকানন্দ মণ্ডল

বন্ধুকে ফিরে পেলে — কিম্বা প্রিয়জন
অঝোরে বৃষ্টি নামে
দিনগুলি সর্বস্ব নিয়ে ফিরে আসে বানভাসি…

এও এক উৎসব ।

জঙ্গল সাফাই শেষে , আর রিক্ত পাতার স্তূপ–
নিকানো উঠোনে ঘটস্থাপন , মধুগন্ধী আলো
চোখ ধুয়ে দেয়।

এ এক কান্নাও বলতে পারো
খুশির জোয়ারে ঠেলে আসা কণ্ঠার কাছে।

মানুষ কি শুধু ব্যথা পেলেই কাঁদে ?
সেতারের কান্নায় দেখো
সপ্তস্বরের মিলনগীতি বাজে নব রাগে ।

বন্ধুকে ফিরে পেলে — কিম্বা প্রিয়জন
সুরের জলসা বসে ,
নিকানো উঠোন জুড়ে নতুন আলোর উৎসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *