অনুগল্প —- খেলা ভাঙার খেলা —- রাজ কুন্ডু

অনুগল্প

খেলা ভাঙার খেলা

রাজ কুন্ডু

খেলতে খেলতে পুতুল ভাঙা একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল খুকুর l বয়স তখন মাত্র দুই কি আড়াই l পুতুল ভাঙার পর গোল গোল চোখ দুটোতে অপার জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে থাকতো l কোনো উত্তর না পেলে ঠোঁট ফুলিয়ে কাঁদতো l আজ খুকুর কাছে খেলার অনেক পুতুল ; তবু খুকু পুতুল খেলেনা l ওর ভাই এসে খেলতে খেলতে যদি ভেঙে ফেলে ওর পুতুলগুলো ; ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে l

ওর বেস্ট ফ্রেন্ড দিপু আঙ্কল ওকে রোজ স্কুল থেকে নিয়ে আসে , আর ওর সাথে খেলে যতক্ষণ না ওর মাম্মাম অফিস থেকে আসে l দিপু আঙ্কল ওর পুতুল নিয়ে খেলতে খেলতে মজা করে পুতুলের পা দুটো ফাঁক করে নাচাতো l খুব মজা পেতো খুকু l কিন্তু একটু পরেই সেটা ভেঙে তুবড়ে যেত l তখন খুব কাঁদতো খুকু l দিপু আঙ্কল এবার সেই খেলা তাই খুকুর সাথে খেলে l ওর পুতুল শরীরটা ওর বেস্ট ফ্রেন্ড রোজ ভাঙে খেলার ছলে l খুকু এখন পুতুল ভাঙলে কাঁদেনা l ওর আঙ্কল তো শুধু হাসে , যখন ওকে খেলতে খেলতে ভাঙ্গে l খুকু এখন খেলা ভাঙার খেলার পুতুল হয়ে গেছে l এ খেলায় রোজ ও নিজেই নিজেকে ভাঙতে দেখে l ওর খুব কাঁদতে ইচ্ছে করে। কিন্তু ওর কান্না কেউ দেখতে পায়না l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *