শীতার্ত মন —- অণুগল্প —- গৌতমী ভট্টাচার্য
শীতার্ত মন
অণুগল্প
গৌতমী ভট্টাচার্য
*******************
একটা আর্তনাদ বাঁচাও বাঁচাও— কনকনে শীতের মধ্যরাতে ঘুম ভেঙে গেল পাড়াপড়শীর। জানালা খুলে ঘুমজড়ানো চোখে ঘনকুয়াশার চাদরের আস্তরণের ভিতর থেকে লেলিহান অগ্নিশিখার অবয়বের ছুটে যাওয়া দেখে সবাই প্রায় কিংকর্তব্যবিমূঢ়। শীতের রাতে উটকো ঝামেলায় কে জড়াতে চায়। খোলাআকাশের নিচে ফুটপাতে ঘুমিয়ে থাকা কিশোরটির গায়ের জীর্ণ কম্বলের ফুটো দিয়ে কানে ঢুকেছিল আর্তনাদ। ঘুমকাতর চোখে ছুটে গিয়ে নিজের একমাত্র শীতনিবারণ কম্বলটি জড়িয়ে দিয়ে আগুন নেভাল। বড়লোক বাড়ির নিঃসন্তান পুত্রবধূকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চরম ব্যবস্থা আজ নেওয়া হয়েছিল। প্রবল শীতের রাতে বেঁচে যাওয়া ও বেঁচে থাকার আবেগে থরথর দুটি শীতাতুর মন বেদনাদীর্ণ হতে থাকে। তখনও ভোরের কুয়াশাচ্ছন্ন পূবআকাশে শুকতারা মিটমিট করে জ্বলছে।