প্রোপোজ ডে…. মনোজিৎ মজুমদার

প্রোপোজ ডে….
মনোজিৎ মজুমদার
— হ্যালো,হ্যালো,এই শোন না.. সারাদিন কোথায় ছিলি ?
— তাতে তোর কি.. আমি যেখানেই থাকি না কেন..
— না.. সকাল থেকে কতবার মোবাইল দেখলাম.. একবারও on দেখিনি..
— কি মুশকিল,,, তাতে তোর অসুবিধা হওয়ার তো কথা নয়..
— না,তবুও ভাবলাম….
— ভেবে কাজ নেই,বুঝলি…. আর তোর যদি খুব দরকার হতো,তাহলে একটা কল করতে পারতিস, বুঝলি…!!
— না, আসলে সারারাত ভাবলাম,অনেক ভাবলাম….
— এই শোন,বেশি মেয়েদের মতো ধানাইপানাই করিস না,যা ভেবেছিস,ইচ্ছে হলে বলতে পারিস,না হলে ছাড়…
— শোন না,আজ তো বিশেষ দিন..
— তো? তোর কি তাতে,এই শোন,আমাকে একটু একা থাকতে দিবি ?
— বলনা ?
— কি বলবো আবার,কত কি তো বললাম,এখন….
— আরে এসব না,তুই আমাকে ভালোবাসিস, এটা পারবি না,বলতে ?
— না, আমি পারবো না বলতে,হয়েছে ?
— তুই না পারলে,আমাকেই বলতে হবে তবে.. “ভালোবাসতে পারবি আমায়,বড্ড ভালোবাসি তোকে.. আমার অগোছালো মনটাকে,একটু গুছিয়ে নিতে পারবি”..
— আমার হাঁদারাম, কি বলার ছিরি.. কোথায় এখন ?
— ঘরে,এই একটু বাইরে যাবো,,কেন ?
— কেন, মানে ? এক পাও কোথাও যাবি না,নদীর ধারে সেই গাছটার নিচে পাঁচ মিনিটে আয়,আমি ওয়েট করছি,হাঁদারাম আমার!! ❤
মনোজিৎ মজুমদার