লেপ কাহিনী / কলমে মীনা দে

লেপ কাহিনী / কলমে মীনা দে

তিন বোন। ঝুম্মা, টুম্পা, রুম্পা। দেঢ় বছরের ছোট বড়ো হলেও হঠাৎ দেখলে তফাৎ টা খুব বেশি বোঝা যায় না। ঝুম্পা ক্লাস এইট, টুম্পা সেভেন আর রুম্পা সিক্স।

তিনবোনে খুবই ভাব। ঝগড়াও যে হয়না তা নয় কিন্তু ভালোবাসার টানে সেই ঝগড়া একটু হলেও নেতিয়ে পড়ে। তিনজনে একই স্কুলে পড়ে। একই টেবিলে পড়াশোনা করে একসাথে খেতে বসে একসাথে একই বিছানায় ঘুমায়। এই সব নিয়ে ঝগড়াঝাঁটি খুব একটা হয় না। কিন্তু এই নিরবচ্ছিন্ন ভালোবাসার ঘরে সিঁধ কাটে শীতকালীন আবহাওয়ার পরম আরামদায়ক বলে যাঁকে মনে হয় সেই লেপ কুমার । এমনিতে তো যার যার সিঙ্গল চাদর দিয়ে কম শীতটা দিব্যি চালিয়ে নেওয়া যায়। কিন্তু শীতটা যখন জাঁকিয়ে পড়ে তখনই লেপ বাবাজীবনের আবির্ভাব হয়,বক্স খাটের গহ্বর থেকে। তিনি বেশ বিশালকায় বপু নিয়ে বিরাজ করেন বিছানাজুড়ে। আর এই সময়েই রাত্রে শুরু হয় তিন বোনের মধ্যে ট্যাগ অফ লেপ কম্পিটিশন। কখনও ঘুমের ঘোরে তো কখনও জাগ্রত অবস্থায়। এই সময়ে যে মধ্যিখানে ঘুমোয় তার কম্পিটিশনের চাপটা মোটামুটি কমই থাকে । এমনিতে রুম্পাই সবসময় মাঝখানে শোয়। কিন্তু লেপ বাবাজীবনের বিছানা দখলের পর থেকে দেখা যাচ্ছে টুম্পার খাওয়া এবং বিছানার প্রতি আকর্ষণ টা হঠাৎই বেড়ে গেছে । কারণটা সবাই যদিও ঠিকই বুঝতে পারে তাই সবার মধ্যেই একটা চাপা টেনশন কাজ করে বিছানার মাঝের বালিশটা দখল করার। যে মেয়েরা জোরে জোরে কোনদিন ঝগড়া করেনা এই লেপ বাবাজীর আবির্ভাবে তারাই মাঝরাতে শুরু করে তুমল ঝগড়া কেন তাকে
লেপের ওম থেকে বঞ্চিত করা হচ্ছে! দুইপাশের দুইজনের ঝগড়ার মাঝখানে তৃতীয় জন লেপের শতভাগ ওমটা পুরোপুরি উপভোগ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *