সরস্বতী ©সায়ন্তিকা

সরস্বতী

©সায়ন্তিকা

প্রতিটা সরস্বতীকে আমার ভারতবর্ষ মনে হলে ,
সেটা আমার ভ্রম !

সতীদাহ প্রথা উঠে যাওয়ার সময়ে সোনাগাছির দরজায় দাঁড়িয়ে ছিলো রাষ্ট্র ,

তার ছায়া দেখলে আজ নিজেকে ভয় হয় !

সরস্বতীরা আসলে বাঁকুড়া অথবা কাশ্মীরে থাকে ,

তারা বর্ণপরিচয়ের বিদ্যাসাগরকে কোনোদিনও দেখেনি ,

তাদের কাদামাখা শৈশব আগেই যুবতী হয়ে যায় ,

তারাই আজ মন্দিরের বিগ্রহ !

অথচ ঘরে ঘরে আজ অঞ্জলি ,
আর
প্রেমিক প্রেমিকার কাঁচা হলুদ শাড়ি এবং পাঞ্জাবিতে পঞ্চমী !

এমন সময়ে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে রাইফেল হাতে সরস্বতী !

সেও কী দেবী ?

আমার ভারতবর্ষ আজ সৃজনশীল !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *