মরণ কামড় —– শিখা গুহ রায়

মরণ কামড়
শিখা গুহ রায়
আজকাল আর দেখা যায় না
ঘোলা কাঁচে কচুরিপানা
পদ্ম ফুলেও বসে না ভোমর
শুধু অযথা রচণা পাঠ করে ধর্মান্ধ।
বিশ্বাস করতেই হয়
যেনো না করেও উপায় নেই
তাইতো সাপের লেজে পা রেখেও
ভাবি রথের দড়ি, হায় জীবন!
সুযোগ সন্ধানীরাও
ফণা তুলে বসে আছে
মরণ কামড় দিতে।
ঝুলে যাওয়া কুলের ডালও
নিচু মুখে চুমু আঁকে মাটিতে
বয়সসীমা পেরিয়ে রসালো মৃতপ্রায় বৃক্ষ।
লজ্জাবতীও মেল ধরে সংকোচের শাড়ি
গোলাপের মুগ্ধতায় থুরথুরে ভোমর
রংচটা পাখনা উড়ায় উল্লাসে।
তবুও ভুলে যায় মাঝেমাঝে
কাঁটারও যে প্রাণ অছে
এদিক-ওদিক ছোটাছুটির আগে
একটুও ভাবে না যে পেছনের রঙ্গিন স্বপ্ন।
ইন্দ্রচক্রের আগুন যেন
ঝিমধরা লাটিম
শরীর ঘুরছে মাথার ওপরে
ঘর পোড়ানোর ইতিহাস এটা নতুন কিছু নয়।