🌹অবকাশে তুমি প্রিয়তমা🌹**🌹 অবহেলিত প্রেম 🌹**
********🌹অবকাশে তুমি প্রিয়তমা🌹********
************(পর্ব-তৃতীয়)*************
***********🌹 অবহেলিত প্রেম 🌹************
খসে পড়া দেওয়ালটা আজো আমাদের যন্ত্রণার ইতিহাস বহন করছে প্রিয়তমা!
প্রথম প্রেম থেকে সংসার আর একটু একটু করে তারই স্বৈরাচারী শাসনে অতিষ্ঠ তোমার চোখের নিচের কালসিটে দাগ;
কি নিদারুন ছিল সেদিনের দারিদ্র্যের দিনগুলো!
বাজারের থলে!
সেও নাকি বিদ্রোহী,
যুদ্ধ এখানে শুধুই গরিমা প্রকাশের নয়,
যুদ্ধ বেঁচে থাকার!
সকাল থেকে রাত্রি কেটে যেত…………..
হাড়ভাঙা পরিশ্রমে।
তাই ইচ্ছে থাকলেও কোন দিন দুদণ্ড চেয়ে দেখা হয়নি জীবিত প্রেয়সীর চোখে!!
মৃত শরীরের জন্য আজ শুধুই হাহাকার।
প্রিয়তমা!
নিন্মমধ্যবিত্তের আশারা কেবলই একটা বৃত্তকে কেন্দ্র করে ঘুরছে আজন্ম।
বৃত্তের বাইরের পৃথিবী সে কখনো চোখে দেখেনি,
অবকাশ নেই যেন কোথাও!
দৌড়াতে দৌড়াতে ক্লান্ত আমি আজ শায়িত
অবহেলিত হাসপাতালের দোতলার বারান্দায়।
এখান থেকে আকাশ দেখা যায়;
দেখা যায় পুনর্জন্মের স্বপ্ন!
কোনদিন হাতে হাত রেখে বলা হয়নি,
ভালোবাসি!!
বলা হয়নি তুমি নিরুপমা!!
স্বৈরাচারী সংসারে নিত্য অভাব কখনো দেয়নি নিরাপত্তা,
দেয়নি নিশ্চিত কয়েকটি বছর বেঁচে থাকার আশ্বাস।
তবুও প্রিয়তমা আমরা মরতে ভয় পায়!
ভয় পায় বেঁচে থাকতেও!
জীবনের এ কুরুক্ষেত্রে বার বার জয়ী হয় দূর্যোধন-দুঃশাসনেরা।
রুগ্ন শিশুটি তবুও স্বপ্ন দেখে যায়………..
একটা নিরাপদ জীবনের।
✍️✍️✍️✍️✍️✍️✍️ তুলিকা
অসম্ভব সুন্দর এক মিষ্টি প্রেমের কবিতা l