রামধনুর বর্ণচ্ছটায় অণুগল্প গৌতমী ভট্টাচার্য
রামধনুর বর্ণচ্ছটায়
অণুগল্প
গৌতমী ভট্টাচার্য
****************
বৃষ্টিস্নাত নীল আকাশে রামধনুর সাতরঙের বর্ণচ্ছটায় প্রৌঢ়া নন্দিনীর কিশোরী চঞ্চল মনটা আজও সুদূর অতীতে ভেসে যায় — উন্মুক্ত নীল আকাশ, সবুজ গালিচা বিছানো আদিগন্ত প্রান্তর, গ্রামের সীমানা ঘেঁষে কুলুকুলু রবে বয়ে যাওয়া নদী— ছিল বাল্যসাথী রঞ্জনের প্রাণের স্পর্শে নন্দিনীর হৃদয়ে বর্ষার নদীর জলোচ্ছ্বাসের প্লাবন। আকাশে সাতরঙের রামধনুর মতো একসাথে জীবনের পথচলার স্বপ্ন দেখতে ভালবাসত । কালের অভিসম্পাতে ছিটকে যায় দুজনের স্বপ্ন দুই কক্ষপথে। রক্তকরবীর পরিবর্তে রক্তগোলাপ নন্দিনীর খোঁপায় গুঁজে দেবার ইচ্ছেপূরণ হয়নি রঞ্জনের। রঞ্জন বিদেশে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক। সফল গৃহিণী হয়ে ও একাকী নিঃসঙ্গ নন্দিনী ভাবে ওনার মতো রঞ্জন ও কি সুদূর নীলিমায় রামধনুর সাতরঙের বর্ণচ্ছটায় আবেগে উতলা হয়।।