সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
গাছের ছায়ায় বহুদিন কাটিয়েছি
গাঢ় অন্ধকার হলে অসতর্ক অসহায়
এমন একটি কোনো প্রতিনিধি বৃক্ষ চাই,
যাঁর কাছে সব কৃতজ্ঞতা সমীপেষু করা যায়।
দীর্ঘদিন Dinajpur Daily বিনোদন নিয়ে তোমাদের সাথে সগৌরবে কাজ চালিয়ে যাচ্ছি। তোমরা সবাই সাহিত্যের অট্টালিকায় প্রতিষ্ঠিত কলম। জন্মলগ্ন থেকে জয়যাত্রা তোমাদের হাত ধরে। বুকেতে গজিয়ে ওঠা তৃণ যত্নে লালন করার দায় যেন আমাদের সকলের। এসব গল্প কথা নয়, নিবিড় অনুভব।যেন গভীর ঘুম ছুঁয়ে ক্রমশঃ ঘনিয়ে আসা রাত।
উপরের লিঙ্কে ক্লিক করে তোমরা চলে যেতে পারবে Dinajpur Daily webpage link এ।
ভালোবাসা মানে, অ-দিগন্ত প্রান্তর ও টুকরো ছাড়ানো কোনো কস্তুরী ঘ্রাণ… তোমাদের দিলাম।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।