আজ আর কোনো কথা নয় ধ্রুবতারা … খোয়াংখো

আজ আর কোনো কথা নয়
ধ্রুবতারা …

খোয়াংখো

আজ আর কোনো কথা নয় I
শুধু সামনে এসে চুপ করে বসো !
সোনালী মদের মত বয়ে যাওয়া সন্ধ্যা ,
আর রূপার আভূষণে সেজে ওঠা
এই পৃথিবীর বুকে সামনা সামনি বসো !
যতক্ষণ না হৃদয়ের তন্ত্রে জেগে ওঠে
মদের নেশার মত ঘোরলাগা গানের সুর ,
ততক্ষণ চোখ বন্ধ করে বসে থাকো !
তরল শব্দের সব গতি থামিয়ে ,
আমার প্রশান্ত ছায়ায় নিজেকে নিমজ্জিত করো !
চোখের ভেতরের পুষ্করিণী থেকে ,
যদি ছলকে ওঠে উদ্বৃত্ত এক আধ ফোঁটা জল ,
ফেলে দিও আমার পিপাসার্ত বুকে !
মৃদু কম্পনে জেগে ওঠা নিঃশ্বাস দিয়ে ছুঁয়ে দিও ,
এক জন্মকাল অপেক্ষারত আমার তপস্বী মন !
অরণ্যের নিবিড় ছায়া ঘেরা ওই চুলে ,
আবৃত কোর আমার স্বপ্নভূক চোখ !
আনমনে যদি খসে যায় বুকের বিস্রস্ত আঁচল ,
কিম্বা যদি সন্ধ্যাতারা নেমে আসে ওই চোখে ,
আমাকে বোলো ওগো সখী !
তোমার হৃদয়ে প্রবেশ করার অধিকার দিও !
গোপন পথের সব চাবিকাঠি তুলে দিও !
আমার শীর্ণ আঙ্গুলে ছুঁয়ে দেখবো ,
তোমার ভেতরে বয়ে যাওয়া শান্ত নদী
কী ভীষণ স্রোতস্বিনী হয়ে উঠেছে !

আজ আর কোনো কথা নয় I
নির্জন এই রাত্রিতে ,
নীরবতা হোক আমাদের ভালবাসার শব্দ !
তোমার ওই দুই কর্ণ কুন্তলে ,
আঙ্গুর ফলের মত ঝুলতে থাকা সত্য মিথ্যেরা
খসে যাক মুহূর্তের বাগানে !
বিশ্বাসী নিঃশ্বাস ছুঁয়ে বলে উঠি পরস্পরকে ,
ভালোবাসি , ভালোবাসি , ভালোবাসি !
খোয়াংখো ….মনিপুর …২৩/১২/২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *