***যে মেয়েটা*** ***মধুমিতা***

Loving mother and daughter spending leisure time at park
***যে মেয়েটা***
***মধুমিতা***
যে মেয়েটা বনবাদাড়ে
পথ হারিয়ে ভীষণ একা
অবুঝ চোখে জলপ্রপাত
স্বপ্নগুলো হয়নি দেখা।
যে মেয়েটা একলা রোদে
দাঁড়িয়ে থাকে,কেবল পোড়ে
বুকের ভেতর ছন্দ বুনেও
গান আসে না তার অধরে।
যে মেয়েটার আগুন বুকে
দহন বেলার গভীর ক্ষত
শূণ্যতা তার দু’চোখ জোড়া
ঝাঁপায় শ্রাবণ অবিরত।
যেই মেয়েটা ঘর বেঁধেছে
হালকা আলোর আবছায়ায়
প্রেম বুঝি তার সঙ্গী হয়ে
আগলে রাখে কল্পনায়।
যে মেয়েটা জ্যোৎস্না মেখে
কপাট খুলে দাঁড়িয়ে থাকে
তারার দেশের নব্য যুবক
গল্পকথা শোনায় তাকে।
***মধুমিতা***