কবিতা –স্বাধীনতা। শিল্পী মাহমুদা

কবিতা –স্বাধীনতা।
শিল্পী মাহমুদা

স্বাধীনতা — অকস্মাৎ তোমাকেও মনে হয় নির্নিমেষ
করুণ অঙ্গার।
স্বাধীনতা – ধোঁয়ায় আচ্ছন্ন হও কেন বার বার!
স্বাধীনতা – বৈকুন্ঠের সমমূলে এসো একবার ।
শুধু কিছু বাতি স্বাতন্ত্র‍্যের মঙ্গল করো ।
স্বাধীনতা – তোমাকে দেখলেই মনে হয় বংশ পরমপারা নির্মল বীজের থেকে ক্রমাগত পূর্ণ মহিমায় বেড়ে
উঠেছো ।
স্বাধীনতা – কূট পান্ডুলিপি থেকে স্বপ্নদূতীর মত
নিতম্বের বিপুল আঘাতে ঠেলে ফেলে দাও দূরে ।
যেখানে আছে অহবার ।
স্বাধীনতা – তরঙ্গ শাসিত আলোকবিন্দু একই সঙ্গে
প্রসারিত করো তোমার জ্যোতির থাবা – ক্ষুধা ।
কোন মৃত্যু যেন উদাসীন্যহীন না থাকে ।
স্বাধীনতা – তোমাকেও আবিষ্কার তৎক্ষণাৎ অশ্বারূঢ়
ম্লান অক্ষৌহিণী হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *