কবিতা -ভ্রমণ — কলমে-ছবি সিনহা বসু
কবিতা -ভ্রমণ
কলমে-ছবি সিনহা বসু
অনেক দিন একজায়গায় থাকলে পা দুটো পাথর হয়ে যায়।
আমি ঘুরে বেড়াই পৃথিবীর বুকে।
বদলে গেছে আশপাশের লোকজন, বদলে গেছো তুমি, তাই পালাতে চায় মন। এখানে আর
কী বা আছে!
কে বা আছে!
কাঁটা ঝোপের আড়ালে দুপুর গুলো লুকিয়ে লুকিয়ে কেঁদে সারা—
তোমার কানে পৌঁছায় না সে কান্না।
বিকেল গুলো ধূ ধূ করে !
সন্ধ্যা গুলো বন্ধ্যা !
রাত্রি রা নির্ঘুম !
নীল অশ্রু ঝরে পড়ে বিবর্ণ বালিশে!!
পাথর ঠেলে একটু একটু করে এগিয়ে চলেছি!
আর থামব না বলে—–