#স্বপ্নের_নামতা ©শ্বেতা ব্যানার্জী

#স্বপ্নের_নামতা

©শ্বেতা ব্যানার্জী

ধানের ক্ষেতে হাল টেনে স্বপ্ন বোনে চাষা,
মাথার উপর খোলা আকাশ চোখে অনেক আশা।
রাতের সাথে সকাল জুড়ে ছুঁচে পড়ায় সূতো,
জীবনটাকে পাল্টে দেবে ভাবনা খোঁজে কতো।

হালের পানি পায়না তবু স্বপ্ন বোনে চোখে,
ভিতর ভিতর উপন্যাসের খাতা খুলে রাখে।
অক্ষর জ্ঞান না থাকলে ভুগতে যদি হয়,
সন্তানকে মানুষ করে শোধ তুলবে নিশ্চয়।

স্বপ্নবোনে মনের মনে স্বপ্ন করে আপন
এতদিন যা ছিল মনে আজ সে করবে বপন।
স্বপ্ন কখনও গল্প হয়ে যায় যদি গো ভিজে!
রাত পাহারায় থেকে লেখে উপন্যাস নিজে।

দেখতে দেখতে স্বপ্নটা তার বাড়তে থাকে,
ভালোবাসার মোড়ক দিয়ে তাকে আগলেই রাখে।
স্বপ্ন এসে আঁকবে স্লেটে তার বাবার নাম,
শতসূর্যের রশ্মি এসে তাড়িয়ে দেবে এ যাম।

নিরক্ষর মানুষ হয়েও মানুষ হবে সেদিন,
ইস্কুলেতে গিয়ে স্বপ্ন পা দেবে যেদিন।
ক্লান্তি মুছে লাঙ্গল ফেলে দেখবে খুলে বই,
সেচের জলে রুখা জমি টানবে তখন মই।

পথের পায়ে টান দিয়ে সে করবে বিশ্বজয়,
মনের কোণে সে রাখবেনা আর কোন সংশয়।
স্বপ্ন যখন চাঁদ হয়ে আসবে মাটির ঘরে,
চাঁদের দখল দুই হাতে নিয়ে ভরাবে আদরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *