আকাশ প্রদীপ —– সুপর্ণা হোড়

আকাশ প্রদীপ
সুপর্ণা হোড়
সুরে সুরে বাজাও বীনা,
সুরের দোলায় রাঙিয়ে ডানা।
বিদায় কালে সরল মুখে
আকাশসম উদার বুকে
কোটিতারার মধ্যিখানে
ওরাও তোমার তারা।
যা পাখী উড়ে বেড়া।
পাগলী মনে যা চলে যা
ডালিম রঙের রঙিন হয়ে
ফিরে আসিস আমার নীড়ে।
যত্ন আদর সোহাগ দিয়ে
উড়িয়ে দেবো আবার তোরে।
পাগলী তুই বিশ্ব ঘুরে
রঙের তুলির তালিম নিয়ে,
জীবনটাকে বুঝিয়ে দে
আকাশ প্রদীপ আলো।
ঠোকর খাওয়া মনের ব্যাথা
ভুলিয়ে তুই পেখম দোলা।
পাগলী তুই হেসে বেড়া
জীবন জয়ের নেশায়।।