সিরিয়ালের মতো ——- স্বপ্না সাহা

সিরিয়ালের মতো
স্বপ্না সাহা
সারাদিন ব্যস্ততার মধ্যে মৃন্ময়ী একটু বিশ্রামের আশায় ইজি চেয়ারে হেলান দিয়ে বসল। ক্লান্তির দুচোখে কোথা থেকে অজস্র ভাবনা ডানা মেলে উড়িয়ে নিয়ে গেল বহু বছর আগে। মৃন্ময়ী খুব মেধাবী ছাত্রী ছিল। অত্যন্ত মেধাবী ছাত্রীর অকস্মাৎ বিয়ের পর সু গৃহিণীর দৌড়ে মেধা হারিয়ে গেল বিশাল এক দেরাজের অন্তরালে। সেদিন মেয়ে রিমলী কিছু দরকারী কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে দেখল—মায়ের মেধা আজ শুধুই বাক্স বন্দী। হাজার চেষ্টা করেও বাকি পড়াশোনা আর হয়ে ওঠেনি মৃন্ময়ীর। উচ্চ মাধ্যমিক পাশ শুনতে শুনতে সবটাই কেমন গা সওয়া হয়ে গেছিলো তার। তারপর জীবন বদলে গিয়ে হয়ে গেল টিভি সিরিয়ালের মতো। এসব কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুম এসে দুচোখে আস্তানা গেঁড়েছিল।””মা একী তুমি শুয়ে আছ, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নইলে ফ্লাইট মিস্ করবো। “” হঠাৎ মেয়ের ডাকে তড়িঘড়ি উঠে পড়লো সে। রিমলীর কথা শুনে মৃন্ময়ী তৈরি হতে গেল। বাইরে তখন মেঘলা আকাশ সরে গিয়ে ঝলমলে রোদের বাহার। সুদূর লন্ডনে বিশ্ব সাহিত্য সম্মেলনে মৃন্ময়ী আজ প্রধান অতিথি। একজোড়া হাতের ছোঁয়ায় জীবনটা কখনো কখনো হয়ে যায় একদম টিভি সিরিয়ালের মতো।।