*****নবজাগরণের পথিকৃত***** ✍🏻 দেবীকা সেনগুপ্ত 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

*****নবজাগরণের পথিকৃত*****
✍🏻 দেবীকা সেনগুপ্ত 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

দিগন্ত বিস্তৃত আকাশ,মৃত্তিকা সম বসুন্ধরা।
এরই নাম বিশ্ব,গ্রহ অথবা পৃথিবী।
জন্মে এখানে প্রয়োজনাতিরিক্ত পেয়েছি সবই।
প্রানের অস্তিত্ব শুধু যে আছে এখানে,
পাবে না তা কোথাও খুঁজে এই বিশ্বভূবনে।

পৃথিবীর এই অপরুপ রুপ
শস্য শ্যামলা সবুজে ঘেরা বনানী।
প্রতি মুহূর্তে কলুষিত হচ্ছে বিষ বাষ্পে
মানুষের হিংস্র লোভকে করতে চরিতার্থ,
মরছে বন,মরছে প্রাণী।

পৃথিবীরই একটি ক্ষুদ্র দেশ ভারতবর্ষ।
ভালোবাসা দিয়ে গড়া সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
সেথা জাতির থাকলে ভালোবাসা
ঘুচে যাবে ভেদাভেদ,জাগবে নতুন আশা।
দেশের হবে নব জাগরন,
একই সুরে বাঁধবে সবার মন।
ভারত আবার জগত সভায়,
শ্রেষ্ঠ আসন লবে।
সকল দেশ মুগ্ধ নয়নে
দু-চোখ মেলে দেখবে ইহা ভাবে,
,এক-জাতি এক প্রান একতা, ভারতবাসীর মধ্যে বিরাজ কোরবে শুধুই সখ্যতা
গড়ব মোরা নতুন বিশ্ব,
এই মোদের আশা,
যেথায় থাকবে শুধুই ভালোবাসা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *