একাদশীর জলছবি —– মাধুরী বিশ্বাস

একাদশীর জলছবি
মাধুরী বিশ্বাস

যত খুশি দূরে থাকো
তাতে কার কী আসে যায় বলো।
তুমি এখনো শিলিগুড়ির অরণ্য পথের মতো
রহস্যময়…. লোভনীয় আমন্ত্রণ।
কুয়াশা আর মেঘের হাত ধরে,
শূন্যে ভেসে থাকা তুষার মণ্ডিত কাঞ্চনজঙ্ঘার মতো,
এখনো তুমি দুর্গম, দুঃসাধ্য, দুর্বোধ্য।
হয়তো তাই… আমার কাছে
ভীষণ রোমাঞ্চকর জাদুময় কিছু একটা তুমি ।

তোমার কথা ভাবলে….
আমার দেহ জেগে ওঠে চা বাগানের সুগন্ধে।
তুমি সেই গোধুরির রঙ মাখা অরণ্য পাহাড়ের মতো,
যাকে স্পর্শ করে আদিম কাল থেকে মহানন্দা হয়ে প্রবাহিত আমি।

তুমি আকাশের দিকে মুখ তুলে অপেক্ষারত, ভিজবে বলে।
পায়ের কাছে পড়ে থাকা এই নদীরটির দিকে একবার তাকিয়ে দেখো,
তোমার সিক্ত ছায়া জলছবি হয়ে ভাসছে আমার নদী বুকে।
তোমার অস্পষ্টতাই তোমাকে আরো স্পষ্ট করে তোলে স্বপ্নলোকে।

শোনো…তুমি পারোনি চলে যেতে…
রয়ে গেছো একাদশীর বাঁকা চাঁদের মতো,
আমার শূন্য আঁধারি আকাশ জুড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *