“অতীত বর্তমান ভবিষ্যৎ” কলমে–নীরা মিত্র)

“অতীত বর্তমান ভবিষ্যৎ”

কলমে–নীরা মিত্র)

যেদিন আমার বয়স হবে আশি
তুইও তখন হবি সুন্দরী এক বুড়ি
রাত্রিবেলা ঘুমের মাঝে উঠবো বার কতক…
তবুও ভোর ৫টায় রেডিওটা চালু করি
শরণা্গতোর নেশায় তুই এ্যালার্মটা দিবি ঠিকই!

তখন কিন্তু হাঁটুর ব্যাথায়
কাতর একটু হবো,
তোর কপালে বলিরেখা টা
স্পষ্ট হবে আরও,
কুঁচকে যাবে গলার চামড়া
বয়স জানান দিলো…

তবুও কিন্তু মাঝে মধ্যে
উড়নভন্ডী হবো…
দূর্গা পূজার মোগলাই আর ফুচকা টা বেশ খাবো
ভীড় এড়িয়ে লুকিয়ে কিন্তু
হাতটা ধরবো তোর,
তখন তুই চালসে পরে মুচকি
হাসবি জানি,
আমার কাছে তখনও তুই অষ্টাদশী হবি

এখন যদিও বড়ো বেশী গিন্নিপনা করিস
এই খেয়োনা না, ঐ খেয়োনা তোর নিয়ম বড়ো কঠোর…
তবুও কিন্তু আমার মনে বাইশ হয়ে থাকিস…

আমার যেমন মনের একটা গোপন ঘর আছে
তোরও তেমনি মনের কোনে
আপন কিছু থাকে…

বইয়ের ভাঁজে গোলাপটার আজও গন্ধ আসে নাকে
প্রথম প্রেমের চিঠি টা আজও
প্রেমের ছবি আঁকে…

হানিমুনটা একবারই হয় জানি
তবু সে আমার কাছে বড্ডো যেন দামী,
সেটাই ছিল তোর প্রথম বেড়াতে যাওয়া…
সব কিছুতেই ভীষণ অবাক হওয়া..

স্মৃতি গুলো সব যত্নে রাখিস তুলে
ওর মধ্যেই বাঁচার আনন্দ টা থাকে…

তোর আমার সেই চিঠির পাঁজা খানি
আজকে যখন উল্টে পাল্টে দেখি
হাসতে হাসতে গড়িয়ে পরি আমি
ছেলে মানুষির সে দিনগুলো আজও আমার কাছে দামি…

আজকে যখন হাতটা তোর ধরি
প্রথম প্রেমের সেই শিহরণ মুছে
ভরসা করার একটাই জায়গা থাকে…
আজও তোর নেলপলিসের সাজ
ঠোঁটের উপর লিপস্টিকের ঐ রং…
চোখের কাজল আজও ডাকে আমায়
ঠিক যেমন ছিলিস প্রথম দেখার
সময়…

আজও তুই আমার কাছে ভীষণ রকম দামী
তোর ঐ কাজল কালো নয়ন দুটি আজও বলে
ভালোবাসি…
(কলমে–নীরা মিত্র)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *