ছন্দ গণিত কলমে- #শ্বেতা_ব্যানার্জী

ছন্দ গণিত

কলমে- #শ্বেতা_ব্যানার্জী

ছন্দের সৌন্দর্য দেয়না ধরা মনের ঘরে,
পিথাগোরাস এর উপপাদ্য ছন্দ গড়ে,
ছন্দের মধ্যেই অংক আছে বুঝবো কবে!?
কথার পিঠে কথা বসালেই কবিতা হবে!!

দুঃখ,কষ্ট, যন্ত্রণার মাঝেও সৌন্দর্য সেঁচে
গণিতের সাথে কাব্য মিশে কবিতা বেঁচে।
অক্ষর ও সংখ্যা শিখি ছন্দেরই তালে তালে,
নামতা ঘরের কবিতা গুলো ছন্দের অন্ত্যমিলে।

বেদের শ্লোক গণিত ছন্দের হাতধরে
হোম-যজ্ঞে মুনি ঋষি জ্যামিতিক নক্সা করে।
কালের নিয়মে কবিতা, শূন্য ও এক-এর বাইনারি,
গণিত ও কবিতা একে ওপরের অংশীদারি।

বাক্য, সংখ্যা, সংকোচনে অনুকাব্য লিখে ফেলি,
ব্রহ্মাণ্ডের ত্রিকোণমিতি শব্দের চেনা গলি,
ছন্দসূত্র, ছন্দ গণিত, সবকিছু পাই বেদাঙ্গতে,
মহাভারতের ছন্দ গণিত অনুষ্টুভ ও ত্রিষ্টুভ’তে।

গণিতের ফিবোনাচ্চি রাশিমালা অবাক করে!
সূর্যমুখী রাশি মেনেই পাপড়িগুলো মেলে ধরে।
গণিতের সৌন্দর্য শব্দ কবিতার আঁতুরঘরে,
কাব্য শাস্ত্র, গণিত মিলে বিশুদ্ধ কবিতা প্রসবকরে।

কবিতা’কে শৃঙ্খলে বেঁধে কাব্য চলে সূত্র ধরে..
মূর্খ আমার কলমখানি অ- কবিতা প্রসব করে।৷
অআকখ আকখুটে সব শব্দ নিয়ে খাতা ভরি,
বিশুদ্ধ গণিত জানিনা, কী করে কবিতা গড়ি!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *