ঘাসজন্ম বিবেকানন্দ মণ্ডল

ঘাসজন্ম

বিবেকানন্দ মণ্ডল

প্রাণে বর্ষা নামলেই ঘাসপাখিরা ডানা মেলে ।
সবুজ স্বপ্নে নীল আকাশে আলপনা সাজাতে চায় ;
খিলখিল হাসে বলাকা পাখার মতো —

বিজন বাতাসে বাঁশির স্বর শুনলেই চমকে ওঠে ফের !

গোবিন্দ ঘোষের গোরুগুলি
মুড়ে খেয়ে যায় কচি কচি মাথা —
অবশিষ্ট সৎকারটুকু হয়
বলরাম ঘোষের নাঙলের ফালে!

হে গোবিন্দ ,
পরজন্মেও যদি আগাছা হয়ে জন্মাই
তোমার গোরুগুলি ছেড়ে দিও
আমার স্পর্ধিত কামনায় ;
হে বলরাম ,
আমার ঘাসজন্ম উপড়ে
প্রাণের মাটিতে ফসল ফলিও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *