#ফিরে দেখা #কলমে: অর্নব পাল

#ফিরে দেখা
#কলমে: অর্নব পাল

আমার বন্ধুরা বলে আমি নাকি আদ্যোপান্ত নস্টালজিয়ায় ডোবানো এক মানুষ। তারা সত্যিই বলে। এই লক ডাউন পর্বে আমি যেনো আমার শৈশব কে হাজার বার বাঁচছি। বিকেল বেলা টা জীবন থেকে চলেই গেছিলো। কিন্তু এখন রোজ বিকেলে বঙ্গীয় চৈত্র বৈশাখের মিলিত বাতাস এর স্পর্শ যেনো আমায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই সময় যখন দুর্গাপুরে পাড়াতে ছোটুকে, শুভ কে ডাকতাম খেলবো বলে। বাড়িতে সন্ধ্যে দিতে দেখা – এ দৃশ্য একযুগ পর আবার দেখতে পাচ্ছি ।
রাতে খাওয়াদাওয়ার পর বাইরে এক চক্কর দিতে দিতে তাল গাছের মাথার ওপর চাঁদ দেখতে কি যে ভালো লাগছে কি বলবো। অনুভূতি টা ভাষায় প্রকাশ করতে পারবো না। রাতের এই সোঁদা বাতাসের গন্ধ যেন মায়ের আঁচলের আটপৌরে গন্ধ। কেনো জানি না খুব মনে হচ্ছে হারিয়ে যাওয়া সেই বঙ্গীয় প্রকৃতি আবার ফিরে আসবে। আমি সেই অমল যে দইওয়ালার প্রতীক্ষায় জানালা ধরে দাঁড়িয়ে। হয়তো আবার আমার সকাল শুরু হবে সেই অদ্ভুত ডাকে, ” মিষ্টি আখের রস খাবে গো ও ও ও! লেবু মালায়াই ই ই ই ( সাথে জান্ত্রব ধকম ঢোকম ঢাকনা বন্ধ করার আওয়াজ)!!! “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *