কবিতা – বিদায় —- কলমে-ছবি সিনহা বসু

🍁সুশান্ত সিং রাজপুত এর স্মৃতির উদ্দেশ্যে আমার শ্রদ্ধাঞ্জলি 🍁

কবিতা – বিদায়
কলমে-ছবি সিনহা বসু

বিদায় বেলায় কি চাও বলো !
কী বা আছে আমার দেওয়ার মত ! মলিন হয়ে যাওয়া স্মৃতি , একরাশ একাকীত্ব, কিছু না বলা কথা !!!!!
কি !! কী চাও বলো ??
জীর্ণ ফুলের ঘ্রাণ , ধূসর বেলার গান, কিছু মান-অভিমান সব ফেলে গেলাম !!!
এই রোদ এই ছাওয়া এই পৃথিবী স্বপ্ন-স্মৃতি দ্বিধা- দ্বন্দ্ব সব সব ফেলে রেখে গেলাম তোমার আর তোমাদের জন্য।
ঝরা পাতার মত, দিন শেষের আলোর মত হারিয়ে গেলাম হারিয়ে গেলাম !
আ—-মি হেরে গেলাম !
বিষাদ রেখার ওপারে হয়তো দেখা হবে কোনোদিন। বিদায় বন্ধু বিদায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *