আলাপ — বিবেকানন্দ মণ্ডল

আলাপ

— বিবেকানন্দ মণ্ডল

হারান কাকার খুড়পির আলেপের পাশে গিয়ে বসি ।
একটান বিড়ির ধোঁয়ায় সমস্ত বিষাদ আর ক্লান্তিকে ফু দিয়ে উড়িয়ে
হলুদ হাসির কিরণে
জীবনের গল্প শোনান :
চারাগাছের মতো আমি বিমুগ্ধ শুনি ।

নদীবিষাদের সরগম শুনে পায়ে পায়ে হেঁটে যাই …
হৃদয়ের পাড় ভেঙে চোখের জলের সুর ,
প্রবাহে ব‌ইতে ব‌ইতে নদীজীবনের আলাপ শোনায় :
স্রোতসম্পৃক্ত খড়কুটো আমিও লহরে ভাসি…

মাটির আঁচলের গন্ধ পেলে
আমি ধী…রে নেমে যাই —
ধানের কুলো দুদণ্ড নামিয়ে
পিতামহীর মতো চাউনি মেলে
স্নেহ-লালনের গন্ধ শোনায় —
আগাছা-ধৈর্য্যে আমি স্থির হয়ে শুনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *