রাজারাপ্পা মন্দিরের পথে —– কোয়েলী ঘোষ

রাজারাপ্পা মন্দিরের পথে
কোয়েলী ঘোষ

নীল নীল পাহাড় , সবুজ বন , উচ্ছ্বসিত ঝর্ণা স্বপ্নের মত তুলি আঁকা মসৃণ পথ পেরিয়ে চলো যাই মানস ভ্রমণে । স্মৃতির ঝাঁপি খুলে নিয়ে আসি সেই ছবি ।

ভোরবেলা সবাই স্নান সেরে বেরিয়ে পড়েছি
রাজারাপ্পা মন্দিরের উদ্দেশ্যে ।
সিদ্ধপীঠ , শক্তিপীঠ হিসাবে বিখ্যাত এই মন্দির । লাল রঙের এই মন্দির দেখতে কামাখ্যা মন্দিরের মত ।
এখানে এলে মনে পড়বে সত্যজিত রায়ের ফেলুদার শিহরণ জাগানো কাহিনীর ” ছিন্নমস্তার অভিশাপ ” এর রহস্য কাহিনী ।


আদিবাসী অধ্যুষিত ঝড়খন্ডের এই মন্দির ঘিরে রয়েছে কত মিথ , লোক কাহিনী ।
প্রাচীনকালে এখানে রাজা ছিলেন ” রাজা ” , তাঁর রানী র নাম রুম্পা ” । দুই নাম মিলিয়ে জায়গার নাম হল রাজারাপ্পা ।
রাঁচি থেকে রামগড় ৩৭ কিলোমিটার । রামগড় থেকে ২৮ কিমি দূরত্ব ।
এক টিলার ওপরে মায়ের অবস্থান ।
কাছেই রাজারাপ্পা ফলস । দামোদর আর ভৈরবী নদীর সঙ্গমস্থল ।

রাস্তার দুদিকে দোকান , প্যাড়া , সিঁদুর , পুজোর ফুল , জবার মালা বিক্রি করছেন স্থানীয় মানুষেরা ।
এখানে বেশ ভিড় হয় । দীর্ঘ লাইন পড়ে । মাঝে মাঝে জয়ধ্বনি উঠছে — জয় মাতাজী , হর হর মহাদেব ।

সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেবী দর্শন করি । দশমহাবিদ্যার অন্যতম রূপ ছিন্নমস্তা । তিন রুধির ধারা ইরা , পিঙ্গলা , সুদুম্নার প্রতীক ।
জাগ্রত এই দেবীর কাছে মানত রাখেন ভক্তরা । দামোদর নদীর জলে স্নান সেরে পুজো দেন । বাংলা , বিহার আর ঝাড়খণ্ডের বাসিন্দা ভক্তদের কাছে দেবী ছিন্নমস্তা খুব জনপ্রিয় আর জাগ্রত দেবী ।
দেবীর ভৈরব হলেন রুদ্র মহাদেব । চারপাশে মন্দিরে আছে দেবীর দশ মহাবিদ্যার অন্য রূপের মূর্তি । একটি বজরঙবলী আর সূর্য দেবের মন্দির ও আছে ।

মন্দিরের পিছনে ঘাট নেমে এসেছে দামোদরের নদীতে ।
দুদিকে পাহাড় দেখলে মনে পড়ে জব্বলপুর মার্বেল রকের কথা । এই পাহাড়ের মধ্যে দিয়ে
নৌকা বিহার খুব আনন্দের রোমাঞ্চকর এক অভিজ্ঞতা । মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে ভেসে যাওয়া যায় নদীর বুকে ।
ভৈরবী নদী পাহাড় বেয়ে ধাপে ধাপে নেমে এসেছে দামোদরের বুকে । এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মন কোথায় হারিয়ে যায় ।
পাহাড় , আকাশ , জঙ্গল , নদী , ঝর্ণার গান রয়ে গেছে আজও মনের কোণে ।

রাঁচি থেকে বা পুরুলিয়া থেকে আসা যায় এখানে ।
ইচ্ছে হলে রাত্রিবাস করা যায় ঝাড়খণ্ড ট্যুরিজমের ” দেবলোকে “। ফোন ৮২৪০৩০৯৩২৮

ছবিঋণ – জয়শ্রী চক্রবর্তী আর অরূপ মিত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *