* চমতকারি বাবা * ছোট গল্প* কাবেরী ঘোরাই *****

* চমতকারি বাবা *
ছোট গল্প* কাবেরী ঘোরাই
*****
তপতী ঘরে ঢুকে দেখতে পেলো প্রতুল মরা ইঁদুরটাকে হাতে নিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে!! তপতীর গা ঘিনঘিন করে উঠলো!! সে চেঁচিয়ে বললো, ” কি হচ্ছে হ্যাঁ এসব !! কি হচ্ছে!! ফেলো ফেলো বলছি এখনি ওটাকে!!” তপতীর চিৎকারে প্রতুল চমকে উঠে ইঁদুর টাকে হাতে নিয়েই বেড়িয়ে যায়!!তপতী হতাশ হয়ে খাটে বসে পড়ে!! আট বছরের সংসার ! সব সুন্দর ভাবেই চলছিলো, প্রতুল দায়িত্ববান স্বামী, ছেলে ছিলো, তখন প্রতুলের মা জীবিত … কিছুদিন পর তাদের কোল আলো করে এলো এক রাজকণ্যা!! প্রতুল আনন্দে দিশেহারা !! মেয়ে ছাড়া এক মূহুর্ত তার চলে না… বেশ যাচ্ছিলো সময়গুলো, হঠাৎ কি যে হলো !! মেয়ের হঠাৎ জ্বর এলো !! কিছুতেই জ্বর সারেনা! ব্লাড টেষ্টে কিছু ধরা পরেনি … সবাই বললো বড় জায়গায় নিয়ে যাও!! সেই তোড়জোড় ই চলছিলো কিন্তু তার আগেই মেয়ে চলে গেলো তাদের ছেড়ে!!প্রতুল বোবা হয়ে গেলো !! প্রতুল কে দেখে তপতী শক্ত হলো, সংসারের হাল ধরলো!! কিন্তু শাশুড়ী মা চলে গেলেন একবছরের মধ্যেই!! তারপর থেকেই প্রতুল চাকরি ছেড়ে দিয়ে কি যে করে কোথায় যায় কেজানে!! না খাওয়ার ঠিক , না শোয়ার ঠিক !! বাড়ি থাকলে দরজা বন্ধ করে বসে থাকে !!তপতী একটা কাজ করে সংসার চালায়!! পরে সে জানতে পারে প্রতুল মরা মানুষ জ্যান্ত করার পদ্ধতি শিখছে!! সে প্রতুল কে ডাক্তার এর কাছে নিয়ে যেতে চায় কিন্তু পারেনা!! প্রতুল বলে,” সে পাগল নয় সে সেই বিদ্যা শিখেছে এক চমতকারি বাবার কাছ থেকে , সে যে সে বাবা নয় অনেক গুণ তার!! এবার সে ফিরিয়ে আনবে তার মেয়েকে তার মা কে !! সব আবার আগের মতো করে দেবে!!” তপতী বলে ,” এসবই চূড়ান্ত পাগলামির লক্ষণ তাকে ডাক্তারের কাছে যেতেই হবে!! কথা কাটাকাটি হাতাহাতি তে বদলে যায় তপতী কে জোড়ে ধাক্কা মারে প্রতুল !! তপতী র মাথাটা দেওয়ালের কোণায় ঠুকে পড়ে!! রক্তে ঘর ভেসে যায়!! পুলিশ আসে , প্রতুল আর তপতী কে নিয়ে যায়…!! কিছুদিন পর প্রতুল মানসিক হাসপাতালে চলে যায়!! ফিরে আসে বেশ কিছুবছর পর কিন্তু সেই একই অবস্থায়!! প্রতুল মরা ইঁদুরটাকে নিয়ে ঘরে ঢোকে , এদিক ওদিক দেখে !! সেদিন পুলিশ তপতীর লাশ টা না নিয়ে গেলে সে বাঁচিয়ে দিতো তপতী কে!! কিন্তু তারপর থেকেই তপতী আসে তার কাছে সবসময় !! শুধু প্রতুলই দেখতে পায় তাকে!!! যাজ্ঞে সে ঘরে ঢুকে মরা ইঁদুরটাকে সামনে রেখে একটা ধুনি জ্বালায় তারপর কিসব বিড়বিড় করে বলে চলে !!! চমতকারি বাবা মিথ্যা বলেনা!!!

#নীলবৃষ্টি
স্বত্ব সংরক্ষিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *