“সজাগি চুম্বন” মোঃ আব্দুল মারুফ মিঞা

“সজাগি চুম্বন”
মোঃ আব্দুল মারুফ মিঞা
আমি সেই অভাগা,আমাকে একটু দ্যাখো
আমি এখন রেশনের লাইনে…….
পরনে ঘেমো জামা,ছেঁড়া জুতো,ফাটা প্যান্ট
মাথার উপর প্রখর রোদ!
আমি এখন রেশনের লাইনে….
আমার কপাল থেকে ঝরে পড়া ঘাম
এখন আর নোনতা নয় বরং
অম্লধর্মী …….
দুপুরে ভাতের থালা সামনে নেই …..
আমি এখন বস্তিজেলে ,
বাবুদের সামনে গেলে লাথি মেরে দেয় ফেলে ……
তবুও ছুটে যাই ভাঙা দোকান রেস্তোরাঁ পেলে
যদি নেয় ধোয়ার কাজে
থালা, বাটি ,গ্লাসগুলো ….
কেউ যদি নিতো আমার একটুক্ষানি কাজে ।
আমি এখনও বলছি তোমাকে পারবো বাঁচাতে ।
আক্রান্তের সংখ্যা আর মৃত্যুর হার দেখে
ভয় পেয় না,আঁতকে উঠো না……
একদিন পৃথিবী বেঁচে উঠবে, সেরে যাবে সব।
তখন তুমি নিঃশব্দে আমাকে চুম্বন করবে
তোমার শ্বাস-প্রশ্বাস আমাকে আরও সজাগ করে তুলবে ।
আমি বলব-
পৃথিবীর খোলা আকাশের নীচে দাঁড়িয়ে রয়েছে
একজন মানুষ …….
রোদ-তাপ, বৃষ্টি- বর্ষা, ব্যথা- বেদনা কে
গায়ে মেখে …….
উচ্চ কন্ঠে বলে উঠবো—
আমাদের কে বাঁচাও! আমরা বাঁচতে চাই ……..