কবিতা :- বৃন্ত চ্যুত ফুল মনোজ ভৌমিক

কবিতা :- বৃন্ত চ্যুত ফুল
✍️ মনোজ ভৌমিক

বৃন্ত হতে খসে পড়া প্রতি সকালের ফোটা ফুল,
সাঁঝবেলা প্রশ্নটা গাছে, কি ছিল তার ভুল?
মুচকি হেসে বলে গাছ, এ তো বিধির খেলা,
সব ফুলের সময় আসে বৃন্তচ্যুতি বেলা।
যে ফুল সুগন্ধ ছড়ায় সাঁঝের থেকে রাতে,
সে ফুলেরও বৃন্তটা খসে আগামী প্রভাতে।
আর যে ফুল পায় স্থান দেবতার চরণে,
সে পুষ্প কি ধন্য হয় এই স্বার্থের ভুবনে?
অকাল বৃন্তের চ্যুতি হয় ধর্মান্ধ মননে,
নীরবে অশ্রু ঝরায় দেবতার গৃহকোণে।
সৌন্দর্য বিধানে যে ফুল শোভে কন্ঠে খোঁপাতে ,
তারও মলিনতা আসে হাত বদলে হাতে
সৌরভ সুষমায় যে ফুল অতি পরিপুষ্ট,
সাঁঝবেলা ঝরাকথা তার লেখেন অদৃষ্ট।
প্রশ্ন শুধু রয়ে যায় প্রতিটা সাঁঝ বেলায়,
মিছেই উত্তর খোঁজা ভবের নিত্য খেলায়!
Poem: – Stem detached flower
Manoj Bhowmik

Flowers falling from the stalk every morning,
The question in the evening tree, what was wrong with it?
The tree smiles and says, this is a game of rules,
All flowering time comes during stalk budding.
The flower that spreads its fragrance from evening to night,
The stalk of that flower also falls next morning.
And the flower that gets place at the feet of the god
Is that flower blessed in this world of interest?
Premature stalk rupture is in fanatical mind,
Silently shed tears in the corner of the house of the gods.
In the provision of beauty that flower adorns the voice,
His filth also comes from hand to hand
Solar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *