সম্পাদকীয় কলমে —-গীতশ্রী সিনহা
সম্পাদকীয়
2020 7th সেপ্টেম্বর ফেসবুকে পোস্ট দিয়েছিলাম , নতুন কর্মসূচি হাতে তুলে নিচ্ছি । 2020 17th সেপ্টেম্বর মহলয়ার শুভ লগ্নে বাস্তবায়িত হলো ‘ দিনাজপুর ডেইলি বিনোদন বিভাগ ‘।
সময়ের নিয়মে প্রতিটি সংখ্যা আত্মপ্রকাশ ঘটছে, সেই অর্থে কোনো টানাপোড়েনের দ্বান্দ্বিকতার গল্প লুকানো নেই ! এ যেন এক শিকড়ে শিকড়ে বুঝি বা থাকে কিছু মাটির গভীরে। কলা গাছ উপড়ে ফেলার পর আবার একসময় যেরকম মাটি ফুঁড়ে বেরিয়ে আসে নতুন চারা। কি অদম্য তার টান। ‘ বিনোদন ‘কে আমরা অনায়াসেই সাহিত্য সংস্কৃতির সংকলন হিসেবে আখ্যায়িত করতেই পারি। ” সংকলন ” বলতে আমরা কি বুঝি…
সংগ্রহ, আহরণ, সম্ভার… আবার বলতে পারি, একত্রীকরণ, মিলন অবশ্য গণিতের ভাষায় বলি যোগ।
যাক সে কথা, সাহিত্যের ভাষায় বলি, ” হে স্বপ্রকাশ, তুমি আমাদের নিকট প্রকাশিত হও “। দাও আমাদের অভয় মন্ত্র, অশোকমন্ত্র তব। সাহিত্যের প্রাঙ্গণে উপস্থিত হতে চলেছে নতুন নতুন উদ্যোগ… সাহিত্য সম্ভারের চালাঘর। সাদা পাতার উপর প্রতিটি শব্দ অক্ষর কমা, ড্যাস, রেফ ও রয়ের ফুটকি সমেট ছুটে চলে নিঃশ্বাসের মতো নিঃশব্দ এলোমেলো শব্দ গুলি… কখনো কবিতা ছড়া গল্প প্রবন্ধের আকার চিত্রকল্পের দৃশ্যগত রূপ নিয়ে ফিরে ফিরে আসে সাহিত্যের মঞ্চে। সাহিত্য, সাহিত্য ভাবনা দিয়েছে অনেক কিছু। শুধুই অনুভবের নয়… দূরদর্শিতা, আর্থ সামাজিক শিক্ষা, রুচিবোধ। এসব ছাড়াও শিখিয়েছে, নিজের মতো করে বাঁচতে। চিন্তা স্বাধীনতা কিংবা মুক্তচিন্তা। শব্দ বা অক্ষর করে তুলেছে অভিমানী, প্রতিবাদী ও অহংকারী। মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। সাদা – কালো কে চিনতে শিখিয়েছে। অনেক শব্দরা হারিয়ে যায় অবহেলায়, অভিমানে। প্রতিটি লেখার পিছনে উৎস থাকে। প্রিয় – অপ্রিয় ঘটনাকে ধূসর হতে দেখি সময়ের শিকারে।
সাহিত্য মঞ্চে নতুন এক নাম সংযোজন হলো, প্রতিষ্ঠিত হলো তোমাদের অক্লান্ত সহযোগিতায় তোমাদেরই হাত ধরে। যেন এক নতুন প্রেক্ষাপট… সৃষ্টির সম্ভারে সেজে ওঠার নতুন আলিঙ্গন। ‘ দিনাজপুর ডেইলি ‘ এর সাথে পরিচয় আমার শুরুর একবছর আগে থেকে। প্রচন্ডভাবে ব্যস্ত ছিলাম আমার কর্মকান্ডের সাথে, কথা দিয়েছিলাম, একবছর পর চেষ্টা করবো। কবি সাহিত্যিকরা সহজিয়া জীবনবোধের সহজসরল জীবনযাপনে অভ্যস্ত, তাঁরা ” বই ” কে প্রিয় সঙ্গী মনে করেন। বিনোদন এমন একটি নাম যেন বইয়ের পাতায় পাতায় গচ্ছিত থাকা অমূল্য রতন।
দায়বদ্ধতা এখানেই। এতো গেল নিজের কাছে নিজের দায়বদ্ধতা। দায়বদ্ধতা থাকে পাঠকের তৃপ্তির কাছে… থাকে ইতিহাসের দুয়ারে।
লেখক তৈরির ইচ্ছেটা বেঁচে থাক, প্রতিষ্ঠিত কবি সাহিত্যিকদেরও একান্ত ভাবে সঙ্গে পাচ্ছি। এ’ভাবে ওয়েবসাইট ম্যাগাজিনের একটি নিজস্ব চরিত্র গড়ে উঠছে হয়তোবা, যা খুবই কাম্য।
এই সংখ্যায় পেয়েছি ওপারবাংলার গ্রামীণ পরিবেশে বড় হওয়া একজন শিল্পী কে। শিল্পী অপরূপ দে। আন্তর্জাতিক বিভিন্ন চিত্র প্রদর্শনীতে তাঁকে আমরা পেয়ে থাকি। বিখ্যাত অনুবাদ সাহিত্যের প্রচ্ছদ অলংকরণে লিপ্ত আছেন।
এইভাবেই বিনোদন আপনাদের হাত ধরে সাবলীলভাবে এগিয়ে চলেছে এবং চলবে।
সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে মনের কাছাকাছি পাশাপাশি থাকুন। ভালোবাসায় রাখলাম, শুভকামনা শুভেচ্ছা রইল।
গীতশ্রী সিনহা । সম্পাদকীয় কলমে ।