পৈশাচিক প্রেম
দুলাল কাটারী
আমার পৈশাচিক কলম দিয়ে
পাঁচ বছর ধরে ছিঁড়ে খাচ্ছি
তোর রক্তাক্ত যোনি,
নরম নাভি,
তিল চিহ্নিত বক্ষ,
পায়ের পাতা
আর
ঠোঁটের নরম মাংস।
এই যাতনার অবসান চাই…
আজ তোর বিবাহ বার্ষিকী
আর
আমার আত্মার মৃত্যু দিবস
এবার
আমার শরীরের মৃত্যু চাই
আর চাই
পৈশাচিক প্রেম দহন থেকে মুক্তি…