বিজ্ঞাপনে রোদ্দুর… কলমে__মহুয়া গাঙ্গুলী

বিজ্ঞাপনে রোদ্দুর…………………..
কলমে__মহুয়া গাঙ্গুলী

একটা খোলা জানালা,
কিন্তু রোজই তো খোলে!
তবে চোখ খুলতো কি?
মেলে দেওয়া চোখ আটকে আজ নীলখামের বিজ্ঞাপনে, কৌতুহলী হয়ে মাপে সফেদ জীবন…….

আজ শুধুই জবাবদিহি…!
একটা ধমকের সুর,
পারতেতো কিছুটা সংযত হতে
আরো আরো আরওদের ভিড়ে হারিয়ে আমি যে সবটাই আজ দুষনে ভরপুর ;

কি করি বলো মেঘ রোদ্দুর !
আমি একক সর্ব্বশ্রেষ্ঠ জীবশক্তিতে‌ আসীন,
মান আর মানীর আসন পেতে কবেই হারিয়েছি সে নিজস্বতা, কবেই যে অভ্যেস করে ফেলেছি হারানোর নেশা …!
আজ শুধুই প্রাপ্তিতে ঘাড়ে‌ ঘাড়ে নিঃশ্বাস ….
ক্ষমা করো রোদ্দুর…. মুক্ত করো ভয়……
” দাও ফিরে সে অরণ্য , লও এ নগর”
আমি যে এক ইচ্ছার কারিগর… মানুষ !
পারিনা কি একটা শক্তির অনলে ফিরে পেতে সবকিছু….
অস্তিত্ব কি আস্তিনেই নাকি মনকে বেঁধে সে এক মায়া….!
পৃথিবীটা বড়ো সুন্দর…
একটু গুছিয়ে একটু সয়ে দেখো ঠিক রয়ে যাবো অতীতের টানেই ভবিষ্যতের বিকেলগুলোয় রংমশাল‌ হয়েই….আমি যে মানুষ..! ইচ্ছের কারিগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *