# অনামিকা — গায়ত্রী ভাদুড়ী

অনামিকা
গায়ত্রী ভাদুড়ী
আমার অনামিকা বেয়ে আজও বৃষ্টি নামে
আগলে রাখি নিরন্তর অঙ্গুরীয় ক্ষত।
বহু বহু দুর থেকে ভেসে আসে চেনা শব্দ
“তোমার অনামিকাটি দেবে”
পাঁজরের ভিতর পিঙ্গল স্রোতে নিষ্পেষিত মুহূর্তের দল….
বুকের পরতে পরতে ধূসর পাথরে লেখা আছে সেই নাম।
চোখের কাজলে আনত বিরহ লেপ্টে সৃষ্টি করেছে গভীরতা অগোচরেই।
রাতের আকাশে কালো মেঘ জড়ো হয়ে আসে ….
অন্ধকারাচ্ছন্ন পৃথিবী তখন চুপচাপ
বিনিদ্র ঘোলাটে চোখ মাখে বিষাদ,পান্ডুর নষ্ট নীড়ে।
বোনা নক্সিকাঁথায় ছত্রাকের বাস,ডায়েরীর পাতাজুড়ে রঙহীন দিবস যামিনী…..
অজনা সাইক্লোনে ভেঙে পড়া ঘরের ধ্বংসাবশেষ আঁকড়ে যাপন দুর্বিসহ!
মেঘে ঢাকা তারারা রোজ আসে এখনও আমার নির্জন শার্সিতে গভীর নিশিথে,
দিয়ে যায় এক মুঠো নীল রঙ।
বাড়িয়ে দেওয়া হাত দিয়ে আমি কাব্য রচি .
তুমি পথ ভুলে গেলেও,মুছে দিলেও
তোমাকে নিয়ে লেখার অভ্যাস যে আমার রক্তে মিশে।