“একলার মতন” প্রণতি ঘোষ
“একলার মতন”
প্রণতি ঘোষ
————————-
মজে যাওয়া পুকুরে বুভুক্ষু দলিত স্বপ্নগুলো
মাথা তুলে দাঁড়াতে চায় সুদীপ্ত আকাশ দেখার লিপ্সায়,
তাই বুঝি সাঁতরানো পাঁকের ভেতর ভীষণ প্রচেষ্টার।
হয়তো ডুবেছে আকাঙ্ক্ষা,অভিমানের চাওয়া-পাওয়া,
উড়েছে সুখপাখি নিজের আলাপচারিতার একাগ্র বাসায়,
ফেলে গেছে ছেঁড়া স্বপ্নের নীড়, জরতী বৃক্ষের ক্ষীণ ডালে।
স্বপ্নরা তো মরে না। মৃত্যুর কোলাহলে অবিরত নীরব দর্শক ওরা,
না গোনা পুরোনো বছরের হিসেব খাতাটায়।
ফিরে আসা তার আঁধার ফুঁড়ে অগ্নিকণার সন্ধানে..
অচলায়তন হয়েও জীবনের স্পন্দনে, মুছে দেওয়া স্বপ্নের ভেতর।
তাই বুঝি স্বপ্নেরা বেঁচে থাকে ঘোলা জলের ভেতর অনপেক্ষ..
বেঁচে থাকে হৃদয়ের চোরাকুঠুরিতে অবসর যাপনে একলার মতন..
———————//——————
৩১/০৩/২১