ঘুম ভাঙিও না আর —— বিবেকানন্দ মণ্ডল
ঘুম ভাঙিও না আর
বিবেকানন্দ মণ্ডল
আমি ছাদে যাবো না ।
ছাদে গেলেই তোমার দুবাহু আমায় ঘিরে ধরে স্মৃতির মতো–
তারপর সাঁঝ আঁধারে বসিয়ে রেখে
ভাঙা চাঁদের হাত ধরে আকাশের অন্য গল্পে মজে ওঠে ;
আঁধারের প্রবন্ধ আমি
পড়ে থাকি পাঠকহীন …
রিডিংরুমের টেবিলে কবিতার বই খুলেও বসবো না ।
সেই তুমি উঠে আসো আর
আমাকে পাঠক বানিয়ে
কবির বাহু জড়িয়ে ধরে নেমে যাও
গোধূলি সাগরে …
বরং পাশবালিস নিয়ে ঘুমিয়ে পড়বো
তুমি রূপকথা নিয়ে নেমে এসো
স্বপ্নের পাড়ায় —
আমার ঘুম ভাঙিও না আর …