ঐশ্বরিক সুখ —— তুলি মুখার্জি চক্রবর্তী
ঐশ্বরিক সুখ
তুলি মুখার্জি চক্রবর্তী
মোহনার মুখে এসে থমকে দাঁড়াই, পাহাড়ের কোল ঘেঁষে নদী বানিয়েছে বৃত্ত,
যেন পরম আদরে প্রেয়সীকে বুকে জড়িয়ে রেখেছে দয়িত…. এখানে অবিশ্বাস নেই, আছে কেবল অনাবিল আনন্দে বয়ে যাওয়া একে অপরকে ছুঁয়ে…
এখানে খতিয়ান গরমিল হলেও আয় ব্যয়ের হিসাব মিলানো সংসার নয়। ঈশ্বর তাঁর যাবতীয় ঐশ্বর্যের তহবিল বেঁধে দিয়েছেন জলের আঁচলে। আকাশ তার পুরুষাকার দম্ভ ভুলে ছায়া রং সবটুকু নদীর বুকে ঢেলে নীল করে জল। উদাসী নদী বয়ে চলেছে তার নিজস্ব ভঙ্গিতে, প্রতি বাঁকে রাখে চপল ইশারা….
স্থানু পাহাড় কে গুনগুন সুরে নদী শোনায়
দূর দেশের গান। কখনও সে ঝর্ণা ছিল
পাহাড়ের বুকে কখনও আবার
ভালোবাসার বেষ্টনী।
অবিচল পাহাড়ের মন তখন রঙিন ঘুড়ি হয়ে ভেসে যায় নদীর সাথে নীল আকাশ কে সাক্ষী রেখে, দিন থেকে রাত গভীরে….
এক নিষ্পাপ কিশোরের মনে রং লাগে বসন্তের