আমার রাজা —– বিপ্লব পাল

আমার রাজা

বিপ্লব পাল

এরা সবাই অথর্ব আজ অথর্ব বেদ নয়
হালুম বলে হাঁকছে রাজা মন্ত্রী ছড়ায় ভয়
রাজাগজা জোরজুলমে হাঁকছে ঈশান নৈঋতে
রাজদরবার রাজ্যপাট রাজার চাই সকল জনে

এমন রাজা ক’জন। রাজার মুকুট হালুমহুলুম
রাজার যেমন ছদ্মবেশ বরকন্দাজ বেজায় জুলুম
মানবজমিন রইল পতিত চাষীরা সব ঘরছাড়া
আমজনতার খাদ্য খাবার একলা খাবে হতচ্ছাড়া

এরা সবাই অথর্ব আজ রাজার মুখে মৌন হাসি
এমন রাজা ক’জন রাজা শাসনে যার ছদ্মহাসি
আমার রাজা যত্নে রাখেন রামরাজ্যে আমরা আছি
আমার রাজা নিঃশব্দে আমাকে দেয় আজব ফাঁকি

পুব-পশ্চিম দখল হল বর্গী এবার বঙ্গে চল
পিলপিলয়ে রাজার চ্যেলা বঙ্গে এবার মগ্ন হল
বাংলা এবার সোনার হবে বাংলা এখন খাদ্য সূচী
যেমন তেমন সয় না মুখে রাজার জিবে ভিন্ন রুচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *