সম্পাদকের কলমে কিছু কথা —- গীতশ্রী সিনহা

দিবা নিশি শুধুই দিবস
…………………………..
সম্পাদকীয়

প্রতি বৎসর বিভিন্ন দিনে বিশ্বব্যাপী নানা ‘ দিবস ‘ আড়ম্বরের সাথে পালিত হয়। এই সকল বৈশ্বিক দিবস বা বিশ্ব দিবস বা আন্তর্জাতিক দিবসসমূহের তালিকা লম্বা। বাস্তবিক ক্ষেত্রে দিবসের উদ্দেশ্য হচ্ছে, কোন একটি নির্দ্দিষ্ট দিনে আর্ন্তজাতিকভাবে সাম্প্রদায়িককালের গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি বা ক্ষেত্র বিশেষে কোন অতীত ঘটনা স্মরণ বা উদযাপন করা।
সাধারণতঃ প্রতিটি দিবসেই প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয় যা দিবসটির ভূমিকাকে সর্বসমক্ষে আরও গুরুত্ব ও অর্থবহ করে তোলে।
এবার প্রশ্ন আসতেই পারে, সারাবছর ধাক্কাধাক্কি করে চলে দিবসের ছয়লাপ, যাদের জন্য দিবস তাদের কি হলো লাভা লাভ। বড় বড় নেতাদের লম্বাচওড়া বক্তৃতা তার সাথে তালমিলিয়ে গরম গরম হাততালি, গালভরা প্রতিশ্রুতি আর পরিকল্পনা। দিবসের উদ্দেশ্যে, নেতাদের উদ্দেশ্যে আপ্রাণ জয়ধ্বনি। এতেই কি সমাজের চরিত্র পাল্টে যাবে ? ক্যালেন্ডার শাসিত শুধু মাত্র একটি দিন কে স্মরণ করে দিবস হতে পারে না। প্রতিদিন প্রতিমুহূর্তে দিবসের প্রতি মর্যাদা রাখতে হবে। হঠাৎ করে উল্লেখিত দিনে মিটিং মিছিল সেমিনারে আমরা আমাদের গতানুগতিক জীবন-যাত্রা থেকে সরে আসতে পারবো না।
এবার, দুঃখ প্রকাশ করছি, গত সংখ্যাটি আমরা প্রকাশিত করতে পারিনি আমাদের ব্যক্তিগত অসুবিধার জন্য। গত সংখ্যার লেখা এবারে প্রকাশিত হলো।
সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো।
অপার শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা রইল।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *