/নয় ছয়ের ইতিহাস // চন্দনা রায় চক্রবর্তী।।

//নয় ছয়ের ইতিহাস //
চন্দনা রায় চক্রবর্তী।।

আকাশের দু’পাল্লায় কান্না রোদের হলদে কামিজ। চশমার ফ্রেম বেয়ে নেমে আসে শীত বিকেলের খুনসুটি। ঘুমন্ত ট্রামলাইনের মাঝে দাবার ছকের মতো ভাসছে আমার কবিতার সবুজ নৌকা।

……জমানো চিঠি, আর অনুভুতির জবানবন্দী, মেঘেদের গায়ে জলচুপি।

…….আমার উঠোনে আজকাল তাই বৃষ্টিমেঘ।
…….আমার শহরে এখন তাই কুয়াশাকাল।

…….বৃষ্টির গল্পটা অনেক পুরোনো। তবু কারা যেন
নিয়ম করে, ন্যাপথলিনের গন্ধ মাখা লেপতোশকের সাথে প্রতি শীতে, তাকেও রোদের গল্প শোনায়।

……ভাঁজে ভাঁজ করে রাখে একলা নদীর
নিঃসঙ্গ যাপনের গাথা। যেখানে বৃষ্টির ফোঁটা
বিরহের সাতকাহন।

……সোঁদা গন্ধে ক্রমশ ঝাপসা হয়ে আসে
চশমার কাঁচ। আবছা হয়ে আসে মেয়েলী বিকেল।

…… চোখের উঠোনে নয় অথবা ছয়ের ইতিহাস।
ভেজা হাওয়া বৃন্দাবনী সারং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *