সুজনেষু কাব্যশ্রী—— ভালোবাসান্তে–কবিতা।
সুজনেষু কাব্যশ্রী——
ভালোবাসান্তে–কবিতা।
(১) সপ্তপদী থেকে কনকাঞ্জলি ছিল রাত-কাহিল দুর্গার দিবাস্বপ্নের এলাকা!
(২) জীবিকার দাসত্ব জীবনের নিরাপত্তা এবং আনন্দ!
(৩)পুত্র যদি বংশের প্রদীপ কন্যা তবে তার শিখা।
(৪) সমাজবদ্ধ জীব আজকে সামাজিক দূরত্বের শিকার!
(৫) একলা আমি একলা তুমি জীবন যেন মরুভূমি।
(৬) আলেয়াকে আলো ভেবেও ভালো থাকা যায়।
(৭) শ্যাম-কুল জোড়ায় এলে যাপন-নদীর দু’কূলেই ভাঙন।
(৮ ভোগবাদ নিয়ে এল রোগ-ভোগের ভোগান্তি।
(৯) করোনা-কাহিল বিশ্ব বৃত্তের মধ্যে পেয়েছে হারিয়ে যাওয়া পারিবারিক সুখ।
(১০) ধৈর্য বালির বাঁধ হলে অসহ্য ছুটে আসে ভাঙবে বলে।
(১১) এক টুকরো সোহাগি-আদর যেন গ্রীষ্মের দুপুরে বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ!
(১২) করোনা-কালে পুরানো ছন্দে ফিরেছে স্রোতস্বিনীরা।
(১৩) লকডাউনে প্রয়োজনের প্রাচুর্য লকআপে বন্দি!
(১৪) উদ্বেগ না করার অভ্যেস স্বস্তির ইতিকথা।
(১৫) অনটনের জীবনেও নান্দনিক ভাবনার ভিড়ভাট্টা থাকে।
(১৬) স্তব্ধ দিনেও কথায়-কাজে সুস্থ দিনের ফারাক !
(১৭) টাপুর-টুপুর সারা দুপুর মন-পুকুরে ডুব-সাঁতার!
(১৮) বিকেলেই না-হয় ফুটুক ভোরের ফুল!
(১৯) তামাদি হয় যদি হোক তামাম অভ্যেস।
(২০) ইচ্ছাধীন হতে চাইলেই স্বেচ্ছাচারী তকমা কেন?